অর্থনীতি

ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

‘ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ডের’ নামের একটি বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

Advertisement

মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৬৯৩তম কমিশন সভায় মিউচ্যুয়াল ফান্ডটির খসড়া প্রসপেক্টাস অনুমোদন করা হয়।

বিএসইসি জানিয়েছে, এই মিউচ্যুয়াল ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্র ২৫ কোটি টাকা। এর মধ্যে ফান্ডটির উদ্যোক্তা পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ৫ কোটি টাকা দেবে। বাকি ২০ কোটি সব বিনিয়োগকারীর জন্য বরাদ্দ থাকবে।

বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ করা অংশ ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

Advertisement

বে-মেয়াদী ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। আর ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে আছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

এমএএস/জেএইচ/পিআর