মোড়কজাত পণ্যে নেই খুচরা মূল্য। মাংস প্রক্রিয়াজাত করা হচ্ছে নোংরা পরিবেশে। এছাড়া বিদেশি পণ্যে নেই আমদানিকারকের স্টিকার। এসব অভিযোগে অভিজাত সুপার চেইন শপ মীনা বাজারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
Advertisement
রোববার রাজধানীর শান্তিনগরে অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আব্দুল জাব্বার মণ্ডল ও আফরোজা রহমান।
মনজুর মোহাম্মদ শাহরিয়ার জাগো নিউজকে বলেন, আজ শান্তিনগরের মীনা বাজার শাখায় অভিযান চালানো হয়। এ সময় দেখা যায় প্রতিষ্ঠানটিতে শুঁটকির মোড়কে কোনো মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা নেই, যা কিনা ভোক্তা আইনের পরিপন্থী। এছাড়া বিদেশি পণ্য বিক্রি করছে যার গায়ে আমদানিকারকের কোনো তথ্য নেই।
Advertisement
এছাড়া প্রতিষ্ঠানটি যে জায়গায় মাংস প্রসেসিং করছে তা অত্যন্ত নোংরা পরিবেশ। এসব অপরাধে মীনা বাজার শান্তিনগর শাখাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
তদারককালে সার্বিক সহায়তা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১ (এপিবিএন)।
এসআই/জেএইচ/এমকেএইচ
Advertisement