আন্তর্জাতিক

লাগেজের চার্জ কমাতে ১৫ শার্ট গায়ে পরলেন এই ব্যক্তি

লাগেজের অতিরিক্ত চার্জ কমাতে একের পর এক জামা গায়ে পরছেন কেউ। এমন কাণ্ড আগে দেখেছেন কখনও? কিন্তু এমনটাই দেখা গেল ফ্রান্সের নিসে বিমানবন্দরে। সেখানে এক ব্যক্তি তার লাগেজের চার্জ কমাতে এক সঙ্গে ১৫ টি শার্ট পরেছেন।

Advertisement

ওই ব্যক্তির নাম জন আরভিন। পরিবার নিয়ে গ্লাসগ্লো থেকে এসেছিলেন ওই ব্যক্তি। ইজিজেটের বিমানে এডিনবার্গে যাওয়ার কথা ছিল তাদের। জিনিসপত্রের ওজন বেশি হয়ে যাওয়ায় তার কাছ থেকে অতিরিক্ত কর চাচ্ছিল বিমানবন্দর কর্তৃপক্ষ।

কিন্তু অতিরিক্ত টাকা দিতে চাননি জন। ৮ কেজি মাল বেশি হওয়ায় অন্য ফন্দি আঁটেন তিনি। ব্যাগ থেকে একের পর এক জামা বের করে পরে নিতে শুরু করেন।

মোট ১৫টি জামা পরে অবশেষে থামেন জন। তার পরিবারেরই এক সদস্য পুরো ঘটনাটি ভিডিও করে পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। মুহূর্তেই তা ভাইরাল হয়ে গেছে।

Advertisement

Suitcase was over the weight limit in the airport so ma Da whipped oot aboot 15 shirts n wacked every one a them on to make the weightcunt wis sweatin pic.twitter.com/7h7FBgrt03

— Josh Irvine (@joshirvine7) July 6, 2019

টিটিএন/এমকেএইচ