দেশজুড়ে

অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

 

Advertisement

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের কাছে দেশীয় অস্ত্র এবং খেলনা পিস্তলসহ তিন রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার শিয়াইল্যাঘোনা এলাকায় জনতার সহায়তায় তাদের ধরা হয়।

আটকরা হলেন- নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের সি-ব্লকের আব্দুর রহমানের ছেলে সোলতান রহমান (১৮), মোহাম্মদ আলমের ছেলে মো. আয়াছ (২০) এবং মো. জুবাইরের ছেলে নুর কামালকে (২০)। রাতে অস্ত্র নিয়ে ঘোরাফেরার সময় উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার শিয়াইল্যাঘোনারা বাসিন্দারা তাদের আটক করে থানা পুলিশকে খবর দেয়।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগে নয়াপাড়া বিজিবি ক্যাম্পের জওয়ানেরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ রোহিঙ্গা যুবকদের বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। পরে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর পৃথক দল ঘটনাস্থল পরিদর্শন করে।

Advertisement

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের নয়াপাড়া বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল কাদের জানান, স্থানীয় গ্রামবাসীর সহায়তায় অবৈধ অস্ত্রসহ তিনজন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। ঊর্ধ্বতন মহলের নির্দেশে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

সায়ীদ আলমগীর/এমআরএম