জাতীয়

দুই বাসের পাল্লায় প্রাণ গেল হেলপারের

দুই বাসের পাল্লায় প্রাণ গেল হেলপারের

চট্টগ্রাম মহানগরীতে যাত্রীবাহী দুটি বাসের পাল্লা দেয়ার সময় বাসচাপায় হেলপার (চালকের সহকারী) নিহত হয়েছেন। মহানগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট এলাকায় সোমবার (১ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহতের নাম- মো. ইউসুফ (৩৫)। তিনি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার টুমচর এলাকার আব্দুল লতিফের ছেলে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জাগো নিউজকে জানান, আগে যাত্রী ওঠানোর জন্য দুই বাসের প্রতিযোগিতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ৯টার দিকে কালুরঘাট থেকে কোতোয়ালি রুটে চলাচলকারী ১ নম্বর বাস একই রুটের অপর একটি বাসের সঙ্গে প্রতিযোগিতা করছিল। এ সময় বেপরোয়া গতিতে বামপাশ দিয়ে ওভারটেক করতে গেলে ইউসুফ চাপা পড়ে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আবু আজাদ/এনডিএস/জেআইএম

Advertisement