দেশজুড়ে

কনস্টেবল নিয়োগের লাইনের দাঁড়ানোর সময় ৮ প্রার্থী আটক

কনস্টেবল নিয়োগের লাইনের দাঁড়ানোর সময় ৮ প্রার্থী আটক

গাইবান্ধায় যোগ্যতার ভিত্তিতে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ঘুষ দিয়ে অভিনব কায়দায় চাকরি নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ৮ প্রার্থী।

Advertisement

শনিবার সন্ধ্যায় আটকদের মোবাইল কোর্টের মাধ্যমে তিন হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খান শাহরিয়ার জাগো নিউজকে জানান, শনিবার পুলিশ লাইন্স গাইবান্ধায় কনস্টেবল পদে নিয়োগ যাচাই বাছাই শুরু হয়। প্রাথমিক বাছাই পর্বে অযোগ্য হিসেবে মাঠ থেকে আউট করার পরে পুনরায় ৮ জন প্রার্থী অবৈধভাবে মাঠে প্রবেশের চেষ্টা করে। অসৎ উপায়ে লাইনে প্রবেশ করার চেষ্টাকালে তাদের হাতে নাতে আটক করা হয়। পরে আটকদের মোবাইল কোর্টের মাধ্যমে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাদের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় ।প্রসঙ্গত, সারা দেশে যখন পুলিশ সুপাররা ঘুষের বিনিময়ে চাকরির প্রচারণা ব্যস্ত ঠিক সেই সময় গাইবান্ধায় অবৈধ উপায়ে চাকরি নিতে গিয়ে আটক হলেন তারা।সম্প্রতি চাঁদপুরের পুলিশ সুপার  জিহাদুল কবির ১০৩ টাকায় ১১৫ জনকে কনস্টেবল পদে চাকরি দিয়ে আলোচনায় আসেন। স্বচ্ছভাবে কনস্টেবল পদে চাকরি পেয়ে মহাখুশী চাঁদপুরবাসী।

বুধবার মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর পুলিশ লাইনের আরও-১।

Advertisement

তিনি জানান, মাত্র ১০৩ টাকায় পুলিশ কনস্টেবল পদে আবেদন করে ১২৩টি পদে মোট ১১৫ জন চাকরি পেয়েছেন। চাঁদপুর জেলায় ১২৩ জন প্রার্থীদের মাঝে সাধারণভাবে পুরুষ ৩৩ জন ও নারী ৬ জন, বিশেষ কোঠায় পুরুষ ২৯ জন ও নারী ৫৫ জনসহ সর্বমোট ১১৫ জন ১২৩ পদে চাকরি পেয়েছেন। এরমধ্যে ৬১ পদে ৫৩ জন নারী আর ৬২ পদে ৬২ জন পুরুষ চাকরি পেয়েছেন।

এর আগে গত ২২ জুন চাঁদপুর জেলা পুলিশ লাইন্সে সকাল ৮টা থেকে রাত ১২ পর্যন্ত পুলিশ কনস্টেবল পদে শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষার প্রথম ধাপ সম্পন্ন হয়। রোববার (২৩ জুন) লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ও পরে ২৫ জুন (মঙ্গলবার) লিখিত ফলাফল প্রকাশ করা হয়। অবশেষে বুধবার (২৬ জুন) মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

এ ব্যাপারে চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির জানান, কথা দিয়েছিলাম স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ১০৩ টাকার বিনিময়ে চাঁদপুর জেলায় কনস্টেবল নিয়োগ করা হবে। করতে পেরেছি কিনা সে বিচারের ভার চাঁদপুরবাসীর নিকট রইল। সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই।

 জাহিদ খন্দকার/এমএএস/এমকেএইচ

Advertisement