দেশজুড়ে

রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা

রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা

জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে নাজরিন আক্তার স্বর্ণা নামে এক নারী বাদী হয়ে এ মামলা করেছেন।

Advertisement

পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক নিতাই চন্দ্রের আদালতে মামলাটি করা হয়। তবে আদালত মামলাটি গ্রহণ করলে এখনও কোনো আদেশ দেননি।

উল্লেখ্য, ১০ম জাতীয় সংসদে এবিএম রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য ছিলেন। এ ছাড়া তিনি কুয়াকাটায় হোটেল মোটেল ব্যবসা পরিচালনা করছেন।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএএস/এমকেএইচ

Advertisement