ধর্ম

বিপদ ও মুছিবতে সাহায্য চাওয়ার আমল

বিপদ ও মুছিবতের সময় আল্লাহর সাহায্য চাওয়ার আমল। যা কুরআন ও সহিহ হাদিসে এসেছে। জাগো নিউজে তা তুলে ধরা হলো- لَّا إِلَهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ     উচ্চারণ- লাই ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন। (সূরা আম্বিয়া : আয়াত ৮৭)অর্থাৎ অতঃপর তিনি অন্ধকারের মধ্যে আহবান করলেন, তুমি ব্যতীত কোন উপাস্য নেই; রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিপদ ও সংকটকালে বলতেন-يَا حَيُّ يَا قَيُّوْمُ  بِرَحْمَتِكَ أَسْتَغِيْثُউচ্চারণ- ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরাহমাতিকা আসতাগিছু। (তিরমিজি, মিশকাত)অর্থাৎ হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী! তোমার দয়ায় আমি আশ্রয় প্রার্থনা করি। কোনো মুসলমানের ওপর বিপদ আসলে বলতে হয়- إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ     উচ্চারণ- ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। (সূরা আল-বাক্কারা : আয়াত ১৫৬)অর্থাৎ নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাবো।اَللّهُمَّ أَجِرْنِي فِي مُصِيْبَتِي وَ اَخْلِفْ لِي خَيْرًا مِنْهَاউচ্চারণ- আল্লাহুম্মা আঝিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খাইরামমিনহা। (মুসলিম, মিশকাত)অর্থাৎ- হে আল্লাহ! আমাকে কষ্টের দরুণ সওয়াব দান করুন এবং এর চেয়ে উত্তম বস্তু দান করুন।মুমিনের বৈষ্টিশ্য হলো- হঠাৎ বালা-মুছিবতের সম্মুখীন হলে ধৈর্য সহকারে উক্ত দোয়া পাঠ করা। তাছাড়া হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, বিপদগ্রস্তের দোয়া হচ্ছে-اَللّهَمَّ رَحْمَتَكَ أَرْجُوْ فَلَاتَكْلِنِي اِلَي نَفْسِيْ طَرْفَةَ عَيْنٍ وَّ أَصْلِحْ لِيْ شَانِي كُلُّهُ لا اِلَهَ اِلَّا أَنْتَ -উচ্চারণ- আল্লাহুম্মা রাহমাতিকা আরঝু ফালা তাকিলনি ইলা নাফসি ত্বারফাতা আইনিও ওয়া আসলিহলি শানি কুল্লুহু লা ইলাহা ইল্লাহ আনতা। (আবু দাউদ, মিশকাত)অর্থাৎ- হে আল্লাহ! আমি তোমার দয়া কামনা করি। তুমি আমাকে এক মুহূর্তের জন্যও আমার নিজের হাত ছেড়ে দিও না। বরং তুমি স্বয়ং আমার সমস্ত ব্যাপার ঠিক করে দাও। তুমি ব্যতীত কোনো মা’বুদ নাই।পরিশেষে...বিপদ-মুসিবত থেকে হেফাজত থাকার জন্য কুরআন ও হাদিসের আমলগুলো করার তাওফিক চাই। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন।জাগোনিউজ২৪.কমের সঙ্গে থাকুন। গুরুত্বপূর্ণ দুআ ও আমল শিখুন। সুন্দর সুন্দর ইসলামি আলোচনা পড়ুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আমিন, ছুম্মা আমিন।এমএমএস/পিআর

Advertisement