এবারই প্রথমবারের মতো ব্রিটেনের বাইরের কেউ মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রেসিডেন্ট হলেন। তিনি উপমহাদেশের গর্ব শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। আগামী অক্টোবরে এক বছরের জন্য এই পদের দায়িত্ব নেবেন তিনি।
Advertisement
বুধবার লন্ডনে এমসিসির বার্ষিক সাধারণ সভায় সাঙ্গাকারার নির্বাচিত হওয়ার বিষয়টি ঘোষণা করেন সংস্থাটির বর্তমান প্রেসিডেন্ট অ্যান্থোনি রেফর্ড।
১৩৪ টেস্টে শ্রীলঙ্কার হয়ে ১২,৪০০ রান করা সাঙ্গাকারা এর আগে লর্ডসের অনার্স বোর্ডে দুইবার নাম লিখিয়েছেন। ২০১৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ড্র হওয়া টেস্টে ১৪৭ রানের ইনিংস খেলেন তিনি, একই সফরে ওয়ানডেতেও খেলেন ১১২ রানের ইনিংস।
৪১ বছর বয়সী শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক নতুন দায়িত্ব পেয়ে রোমাঞ্চ অনুভব করছেন। তিনি বলেন, 'এমসিসির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া আমার জন্য বড় সম্মানের বিষয়। এমন একটি দায়িত্বের অপেক্ষায় ছিলাম আমি।'
Advertisement
১৭৮৭ সালে প্রতিষ্ঠিত হয় এমসিসি। লর্ডস ভিত্তিক এই সংস্থাটির প্রস্তাবেই ক্রিকেটের বড় বড় নিয়মগুলো বদল হয়।
এমএমআর/জেআইএম