জোকস

আজকের কৌতুক : চালকের কাণ্ড!

কৌতুক এক : চালকের কাণ্ড!

Advertisement

হাইওয়েতে একটি গাড়ি খুব ধীরগতিতে চলছে দেখে হাইওয়ে পুলিশ আটকালো। এভাবে চললে পিছনের গাড়ির ধাক্কা খেয়ে বিরাট দুর্ঘটনা ঘটে যেতে পারে।

পুলিশ: আপনি মাত্র ১৫ কিলোমিটার গতিবেগে গাড়ি চালাচ্ছেন কেন?

চালক: হাইওয়ের শুরুতেই গতিসীমা লেখা ছিলো ১৫।

Advertisement

পুলিশ: ওটা গতিসীমা নয়, ওটা হাইওয়ের নম্বর। অর্থাৎ এটা ১৫ নম্বর হাইওয়ে।

চালক: ওহ! তাহলে তো ভুল হয়ে গেছে। আচ্ছা, এখন থেকে আমি স্বাভাবিক গতিতে চালাবো।

পুলিশ: আপনার গাড়ির পিছনের সিটে দুজনকে দেখতে পাচ্ছি, তারা শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে, অল্প অল্পকাঁপছে, মনে হচ্ছে খুব শক পেয়েছে। কী ব্যাপার?

চালক: না মানে, একটু আগে ৩১০ নম্বর হাইওয়ে পার হয়ে এলাম তো!

Advertisement

আরও পড়ুন : আজকের কৌতুক: প্রেমিক-প্রেমিকার কথোপকথন

কৌতুক দুই : ভুল ধারণা

ম্যাডাম বাংলা ক্লাসে কাল পড়াচ্ছেন।

ম্যাডাম: কাল ৩ প্রকার- অতীত, বর্তমান ও ভবিষৎকাল । উদাহরণ হিসেবে মনে করো- আমি সুন্দরী ছিলাম, সুন্দরী আছি, সুন্দরী থাকবো। এখন তোমরা কেউ ৩ প্রকার কালের উদাহরণ দিতে পারবে?

টিটু: ম্যাডাম, আমি পারবো।

ম্যাডাম: আচ্ছা, বলো।

টিটু: আপনার ধারণা ভুল ছিলো, ভুল আছে, ভুল থাকবে।

আরও পড়ুন : আজকের কৌতুক : আজকালকার ছেলেদের বিশ্বাস নেই

****

কৌতুক তিন : সিরাজউদ্দৌলার চেয়ার

জাদুঘরে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে একটা চেয়ারে বসে পড়লো সুমন। হায় হায় করে ছুটে এলো জাদুঘরের কর্মীরা। বললো, আরে, করছেন কী করছেন কী! এটা নবাব সিরাজউদ্দৌলার চেয়ার!

সুমন: ভাই, একটু বসতে দিন প্লিজ। সিরাজ ভাই এলেই আমি উঠে যাবো!

এইচএন/জেআইএম