দেশজুড়ে

উচ্ছেদ হলো পুলিশ বক্সও

সারা দেশের মতো টাঙ্গাইলেও শুরু হয়েছে সড়ক জনপদ ও সেতু মন্ত্রণালয়ের উচ্ছেদ অভিযান। বুধবার টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ডে প্রায় অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় সেখানে এসআই নূরুল পুলিশ বক্সের সঙ্গে গোপাল মিষ্টান্ন ভান্ডার সংযুক্ত থাকায় পুলিশ বক্সটিকেও উচ্ছেদ করা হয়।

Advertisement

এদিকে মঙ্গলবার থেকে শুরু হওয়া এ অভিযানে সেদিন জেলার মির্জাপুর ও ঘাটাইল উপজেলার প্রায় আড়াই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে মন্ত্রণালয়ের সম্পত্তি ও আইন বিষয়ক কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, মাননীয় মন্ত্রীর নির্দেশক্রমে বিশেষ টিম সড়ক জনপদ ও সেতু মন্ত্রণালয়ের সম্পত্তিতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করছে। পুলিশ বক্সের সঙ্গে গোপাল মিষ্টান্ন ভান্ডার নামের ব্যবসা প্রতিষ্ঠান সংযুক্ত থাকায় পুলিশ বক্সটিকেও উচ্ছেদ করা হয়েছে।

এর ধারাবাহিকতায় দু’দিনে টাঙ্গাইলে তিনশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Advertisement

এফএ/জেআইএম