আইন-আদালত

ইয়াবাসহ গ্রেফতার জবির দুই শিক্ষার্থী কারাগারে

রাজধানীর গেন্ডারিয়া এলাকার আসগর আলী হাসপাতালের পাশ থেকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

Advertisement

আজ (মঙ্গলবার) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন তাদের দু’জনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এসময় রাজধানীর গেন্ডারিয়া থানায় মাদক দ্রব্য আইনে করা মামলায় তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ওই থানার উপ-পরিদর্শক উত্তম কুমার।

সোমবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৩তম ব্যাচের গণিত বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার রহমান শান্ত (বহিষ্কৃত) এবং ১০ম ব্যাচের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমশেন সিস্টেম বিভাগের শিক্ষার্থী নিক্সনকে গ্রেফতার করে পুলিশ। পরে গেন্ডারিয়া থানার এসআই আশরাফ উজ্জামান তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Advertisement

আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, নিক্সনের দেহ তল্লাশি করে চার পিস এবং শাহরিয়ারের দেহ তল্লাশি করে তিন পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং সরবরাহকারী বলে জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য প্রদান করে। আসামিদের নাম-ঠিকানা যাচাই-বাচাই করা হচ্ছে। আসামিরা জামিন পেলে পলাতক হওয়ার আশঙ্কা আছে।

জেএ/এনএফ/এমএস