অর্থনীতি

বাংলাদেশকে আরও কীভাবে সাহায্য করা যায়, দেখছে এডিবি

বাংলাদেশকে আরও কীভাবে সাহায্য করা যায়, তা দেখবে বলে জানিয়েছে দেশের ঋণসহযোগী সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।

Advertisement

তিনি বলেন, ‘আমাদের কিছু প্রকল্প খুব দ্রুত বাস্তবায়ন হবে। বাস্তবায়ন হলে যে ফল আসবে, তাতে সাধারণ মানুষ উপকৃত হবেন।’

‘আমরা পরিকল্পনামন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং আমরা একমত হয়েছি যে, আমরা আরও ঘনিষ্ঠভাবে কাজ করব। সেই সঙ্গে আমরা দেখব, কীভাবে বাংলাদেশে আরও সহযোগিতা করা যায়’,- যোগ করেন এডিবির কান্ট্রি ডিরেক্টর।

এরপর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, এডিবির ৪৮টি সদস্য দেশের মধ্যে ঋণ গ্রহণের দিক থেকে বাংলাদেশ এ বছর প্রথম হয়েছে। সংস্থাটির কাছ থেকে বাংলাদেশ ঋণ নিয়েছে ৫ দশমিক ৮ বিলিয়ন ডলার।

Advertisement

এম এ মান্নান বলেন, ‘ঋণগ্রহীতা দেশগুলোর মধ্যে আমরা এখন এক নম্বরে। আপনারা ভালোভাবে দেখেন না, খারাপভাবে দেখেন, সেটা অন্য দিক। কিন্তু আমরা গ্রহণ করতে পারছি, এবজর্ব (ধারণ) করতে পারছি।’ পিডি/জেডএ/পিআর