দেশজুড়ে

নিহত আনসার সদস্যের পরিবারকে দুই এমপির অনুদান

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নির্বাচন চলাকালীন গুলিতে নিহত আনসার সদস্য নুর নবী হেঞ্জুর পরিবারকে আরও ৩ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে।

Advertisement

বুধবার সকালে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনের পক্ষ থেকে এক লাখ ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর পক্ষ থেকে দুই লাখ টাকা তুলে দেয়া হয়।

সকাল ১০টায় বেগমগঞ্জ উপজেলার আমানুল্যাহপুরে নিহতের বাড়িতে মামুনুর রশিদ কিরনের পক্ষে তার ছেলে জিহান আল রশীদ ও দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা প্রশাসক তন্ময় দাস ও একরামুল করিম চৌধুরীর পক্ষে পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ নিহতের স্ত্রী নাছিমা আক্তারের হাতে অনুদানের টাকা তুলে দেন।

এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার দ্রুত মামলা দায়ের করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন। একইসঙ্গে নিহত আনসার সদস্যের পরিবারের ভবিষ্যতের জন্য আরো অনুদান দেয়ারও ঘোষণা দেন তারা।

Advertisement

এর আগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নোয়াখালী জেলা কমান্ডিং অফিসার মহাপরিচালকের ব্যক্তিগত তহবিল থেকে জেলা কমান্ডিং অফিসার সৈয়ত ইফতেহার আলী একলাখ টাকার চেক দেন।

মিজানুর রহমান/এফএ/পিআর