রাজনীতি

প্রার্থীদের ওপর হামলার অভিযোগ বাম গণতান্ত্রিক জোটেরও

প্রার্থীদের ওপর হামলার অভিযোগ বাম গণতান্ত্রিক জোটেরও

বিএনপি ও অন্যান্য বিরোধী দলের প্রার্থীদের মতো বাম গণতান্ত্রিক জোটের প্রার্থীরাও নির্বাচনী মাঠে হামলার শিকার হচ্ছেন বলে দাবি করেছে দলটি। চলমান পরিস্থিতিতে নির্বাচনের মাঠে টিকে থাকার জন্য যে ধরনের সমতল অবস্থা প্রয়োজন তা এখনও তৈরি হয়নি বলে অভিযোগ করেছেন তারা। সোমবার দুপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিবের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।

Advertisement

তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় বাম জোটের প্রার্থীদের ওপর হামলা করছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রার্থীরা পোস্টার বা নির্বাচনী প্রচারণায় গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও। এমন পরিস্থিতিতে নির্বাচনে টিকে থাকার জন্য নির্বাচন কমিশনের শক্তিশালী ভূমিকা প্রয়োজন।

রুহিন হোসেন প্রিন্স বলেন, আমরা এখনও কমিশনের ওপর আস্থা রাখতে চাই। কিন্তু কমিশনের ‘বডি ল্যাঙ্গুয়েজ’ শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ তৈরির জন্য পর্যাপ্ত নয়।

তিনি বলেন, যে সব নির্বাচনী এলাকায় রিটার্নিং অফিসারের ভূমিকা শক্তিশালী সেখানে অনিয়মের ঘটনা তুলনামূলক কম। আমাদের এ বক্তব্যের সঙ্গে নির্বাচন কমিশনও একমত।

Advertisement

সচিব বরাবর লিখিত চিঠিতে সারাদেশের ১৩টি আসনের বাম জোটের প্রার্থীদের প্রচারণায় আওয়ামী লীগ-ছাত্রলীগের বাধা, নেতাকর্মীদের মারধর এবং পোস্টার-লিফলেট-ব্যানার ছিনিয়ে নেয়ার অভিযোগ করা হয়েছে। আসনগুলো হলো- খুলনা-৩, নেত্রকোনা-৪, বরিশাল-৫, কুষ্টিয়া-৩, জামালপুর-২, দিনাজপুর-৪, ঢাকা-৬, ১২, ১৩, ১৪ ও ১৭।

এইচএস/এমএআর/পিআর