খেলাধুলা

বায়ার্নকে বিদায় বললেন আরিয়ান রোবেন

টেকো মাথার বাঁ পায়ের এক ধ্রুপদী খেলোয়াড় ডান পাশ দিয়ে বল নিয়ে দু-তিনজনকে কাটিয়ে ঢুকে যাচ্ছেন প্রতিপক্ষের ডি-বক্সে। গত দশ বছর ধরে এমন চিত্রই দেখা গেছে আলিয়াঞ্জ এরিনায়। বায়ার্নের জার্সি গায়ে ১০ বছর অতিবাহিত করার পর অবশেষে বিদায় জানালেন ডাচ উইঙ্গার আরিয়ান রোবেন। নিজেই জানালেন, বর্তমান মৌসুমই বায়ার্নে তার শেষ মৌসুম।

Advertisement

অমনি স্পোর্টসকে দেওয়া এক বার্তায় রোবেন বলেন, ‘এটাই বায়ার্নে আমার শেষ বছর। ১০টি বছর দারুণ কেটেছে। কিন্তু এখন বিদায় নেওয়ার পালা।’

বায়ার্নের হয়ে বর্তমান মৌসুমে নতুন কোচ কোভাকের অধীনে দলে তেমন একটা সুযোগ পাচ্ছেন না রোবেন। ৩৪ বছর বয়সী রোবেন বর্তমান মৌসুমে লিগে মাত্র ৯টি ম্যাচে সুযোগ পেয়েছেন।

২০০৯ সালে কাকা-রোনালদোদের ভিড়ে রিয়াল মাদ্রিদে অনেকটা অচল হয়ে পড়েন রোবেন। তখনই মাদ্রিদ ছেড়ে পাড়ি জমান বায়ার্নে। ১০ বছরের বর্নাঢ্য বায়ার্ন অধ্যায়ে ৩০৫ ম্যাচে করেছেন ১৪৩টি গোল।

Advertisement

বায়ার্নের হয়ে ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স লিগে ডর্টমুন্ডের বিপক্ষে জয়সূচক গোলটি করে দলকে শিরোপা এনে দিয়েছিলেন রোবেন। ভাবারিয়ানদের হয়ে ১০ বছরে জিতেছেন ১৮টি শিরোপা। তার অনুপস্থিতি এবং অভিজ্ঞতা বড় মঞ্চে বায়ার্নকে নিশ্চিত বেশ ভোগাবে।

আরআর/আইএইচএস/জেআইএম