রাজনীতি

জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার মঙ্গলবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২০ নভেম্বর)। সকাল ১০টা থেকে গুলশান-১ সার্কেলের ইমানুয়েলস কনভেনশন সেন্টার মিলনায়তনে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। জাপার প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

Advertisement

জাপার দলীয় সূত্র জানায়, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে পার্টির পার্লামেন্টারি বোর্ড এ সাক্ষাৎকার গ্রহণ করবেন।

এর আগে গত ১৬ নভেম্বর (শুক্রবার) জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করার কথা ছিল। তবে তা পিছিয়ে যায়। এবার ২০ নভেম্বর দিন ঠিক করা হলো।

গত ১১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জাপা মনোনয়নপত্রের ফরম বিক্রি করা হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পাঁচ দিনে মোট ২ হাজার ৮৬৫টি মনোনয়ন ফরম বিক্রি করেছে জাতীয় পার্টি।

Advertisement

এদিকে নির্বাচনে মহাজোটের আসন বণ্টন নিয়ে আলোচনার জন্য সময় চেয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গত শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে চিঠিটি হস্তান্তর করেন জাপা চেয়ারম্যানের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায়।

মহাজোটের শরিক দলগুলো জোটের আসন বণ্টনের দাবি জানিয়ে আসছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ বিষয়ে সম্প্রতি জানান, এক সপ্তাহের মধ্যে মহাজোটের আসন বণ্টন চূড়ান্ত হবে।

এমইউএইচ/আরএস/জেআইএম

Advertisement