অর্থনীতি

সরকারকে ৪০ কোটি টাকা লভ্যাংশ দিয়েছে সাধারণ বীমা কর্পোরেশন

২০১৭ সালের লভ্যাংশ হিসেবে ৪০ কোটি টাকা সরকারকে দিয়েছে সাধারণ বীমা কর্পোরেশন।

Advertisement

রোববার (২৮ অক্টোবর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাধারণ বীমা কর্পোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হাতে এ টাকার চেক তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান প্রমুখ।

এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘সরকার ব্যবসা করতে পারে না এ ধরনের মন্তব্য ঠিক নয়। সাধারণ বীমা কর্পোরেশন তার উজ্জ্বল দৃষ্টান্ত। বর্তমান সরকার ব্যবসা করে না। তবে কিছু কিছু ব্যবসার সঙ্গে জড়িত থাকা ভালো। কারণ, সাধারণ বীমা সরকারের নিজস্ব প্রতিষ্ঠান।’

Advertisement

তিনি আরও বলেন, ‘বীমার দাবি পরিশোধ করা হয় না আগে শুধু এ অভিযোগই শুনতাম। এখন আর তা হয় না। এখন পরিশোধ করা হয়। তাই এ অভিযোগ ধীরে ধীরে কমে আসছে।’

অনুষ্ঠানে সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম জানান, ২০১৭ সালের জন্য সাধারণ বীমা কর্পোরেশন সরকারকে ৮০ কোটি টাকা ট্যাক্স ও ৯০ কোটি টাকা ভ্যাট দিয়েছে। সাধারণ বীমার বিজনেস প্রবৃদ্ধি ২২ শতাংশ থেকে ৪০ শতাংশ হয়েছে। ২০১৭ সালে কর্পোরেশনটি সাড়ে তিনশ কোটি টাকার দাবি পরিশোধ করেছে। ৩০১ কোটি ৭৩ টাকা লাভ করেছে। এ বছর এ লাভের পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা ছাড়াবে বলে তারা আশা করা হচ্ছে।’

এমইউএইচ/এএইচ/জেআইএম

Advertisement