ধর্ম

শরীরের দাগ বা স্পট থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

কোনো মানুষই চায় না যে, তার শরীরের কিংবা চেহারায় দাগ বা স্পট পড়ুন। কিন্তু মানুষের শরীরের অনেক সময় বিভিন্ন কারণে স্পট পড়ে থাকে। যা কখনো যন্ত্রণাদায়ক হয় আবার কখনো দেখতে খারাপ লাগে। তাই শরীর ও চেহারার অযাচিত দাগ ও তার ক্ষতি থেকে মুক্ত থাকতে কুরআনি আমল করা যেতে পারে।

Advertisement

অনাকাঙ্ক্ষিত দাগ থেকে বেঁচে থাকতে এ দোয়া পড়ুন-

مُسَلَّمَةٌ لَّا شِيَةَ فِيْهَا

উচ্চারণ : ‘মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহি'

Advertisement

অর্থ : (সে রকম) সুস্থ, যাতে কোনো খুঁত বা দোষ নেই। (সুরা বাকারা : আয়াত ৭২)

আমল

কোনো ব্যক্তির শরীরে যদি অযাচিত কোনো দাগ কিংবা যন্ত্রণাদায়ক স্পট পড়ে তবে সে ব্যক্তি যেন এ আয়াতাংশটি প্রতিদিন ৪১বার পড়ে। নিয়মিত এ আমলের ফলে আল্লাহ তাআলা তাকে শারীরিক যে কোনো স্পট বা দাগ কিংবা দাগের যন্ত্রণা ও ক্ষতি থেকে মুক্ত রাখবেন।

আরও পড়ুন > খাওয়া-দাওয়ায় অরুচি হলে যে দোয়া পড়বেন

Advertisement

আল্লাহ তাআলা মানুষের শরীরের যাবতীয় ক্ষতিকর ও যন্ত্রণাদায়ক স্পট বা দাগ থেকে মুক্ত থাকতে নিয়মিত ছোট্ট এ দোয়াটির আমল করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/আরআইপি