ভ্রমণ

ভ্রমণের সবকিছু এখন অনলাইনেই

ঘুরে বেড়াতে ভালোবাসেন সবাই। ছুটি পেলেই বেরিয়ে পড়েন দেশ-বিদেশের উদ্দেশ্যে। অনেক সময়ই নানা ঝামেলার কারণে এই উদ্দেশ্যে ঘটে বিপত্তি। বিশেষ করে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে।

Advertisement

অনেকই জানেন না, কিভাবে টিকিট সংগ্রহ করতে হয়? কোন দেশে যাওয়ার জন্য কোথায় যোগাযোগ করতে হয়? কোথায় থেকে কেমন সেবা বা সুযোগ-সুবিধা পাওয়া যায়? বিদেশ ভ্রমণের আগে করণীয়ই বা কি?

এই বিষয়গুলো নিয়ে ভ্রমণপিপাসুদের জন্য কাজ করছে হালট্রিপ ডটকম। যার মাধ্যমে পাওয়া যাচ্ছে বিদেশ ভ্রমণের সেবা।

২০১৭ সালের জুলাইয়ে যাত্রা শুরু করে হালট্রিপ। ইতোমধ্যে ১ হাজার ৩শ’ ট্রাভেল এজেন্সির মাধ্যমে ৫০ হাজারের বেশি ভ্রমণকারিকে টিকিট ও হোটেল বুকিং সেবা দিয়েছে। এ নিয়ে বিস্তারিত জানা যাবে www.haltrip.com ঠিকানায়।

Advertisement

হালট্রিপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাজবীর হাসান বলেন, আমাদের ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো উদ্যোক্তা ট্রেড লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে নিবন্ধন করতে পারবেন। সবকিছু যাচাই-বাছাই করে ওই উদ্যোক্তা হালট্রিপ ডটকমের মাধ্যমে ভ্রমণকারীদের টিকিট ও হোটেল বুকিং সেবা দিতে পারবেন।

এএ/পিআর