ধর্ম

প্রতিভার সন্ধানে কুরআন প্রতিযোগিতা ৬ অক্টোবর

মারকাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে ‘আন-নূর কুরআনের আলো প্রতিভার সন্ধানে’ পবিত্র হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৬ অক্টোবর। এ দিন সিলেট বিভাগের প্রতিযোগিরা অংশগ্রহণ করবে।

Advertisement

সিলেটের দক্ষিণ সুরমায় অবস্থিত লতিবপুর আন-নূর আইডিয়াল একাডেমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজধানী ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক হাফেজ ক্বারী নেছার আহমদ আন-নাছেরী এবং আমেরিকা প্রবাসী হাফেজ মাওলানা তৈয়্যিব আলী।

কুরআনের আলো প্রতিভার সন্ধানে প্রতিযোগিতায় বিচারক হিসেবে যারা উপস্থিত থাকবেন। তারা হলেন-মারকাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা ক্বারী জসিম উদ্দীন মক্কী, মারকাজুল কুরআন ফাউন্ডেশনের সহ-সভাপতি হাফেজ মাওলানা আতাউল্লাহ হোসাইনী, মুফতি আবু তাহের সিদ্দিকী, মহাসচিব হাফেজ ক্বারী শেখ ফরিদ বিন মোস্তফা, সাধারণ সম্পাদক, মুফতি সোহাইল আহমদ রাহমানী।

Advertisement

যেভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে

- যে কোন প্রতিষ্ঠান থেকে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।- আগ্রহী প্রার্থীকে নির্ধারিত স্থান থেকে প্রতিযোগিতার ফরম সংগ্রহ করতে হবে।- নির্ধারিত তারিখের ৭দিন আগে ফাউন্ডেশনের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

প্রতিযোগির বয়স

- ৫ পারা গ্রুপে অনূর্ধ্ব ১০বছর;- ১০ পারা গ্রুপে অনূর্ধ্ব ১২ বছর; - ২০ পারা গ্রুপে অনূর্ধ্ব ১৫ বছর এবং- ৩০ পারা গ্রুপে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী হাফেজগণ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

Advertisement

উল্লেখ্য যে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কোনো হাফেজ এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। আর প্রতিযোগিতায় সম্মানিত বিচারকমণ্ডলীর রায়ই চুড়ান্ত বলে বিবেচিত হবে।

যেখানে পাওয়া যাবে আবেদন ফরম

- আন-নূর আইডিয়াল একাডেমি, লতিবপুর, দক্ষিণ সুরাম, সিলেট। ফোন: ০১৭৪২-১৭৯৭০৫।- জামিয়া ইসলামিয়া হাফিজিয়া, মল্লিকপুর, সুনামগঞ্জ। ফোন: ০১৭২৭-১১৬১৬৬

প্রতিযোগিতার বিষয়ে জরুরি প্রয়োজনে যোগাগো করুন- হাফেজ মাওলানা তুফায়েল আহমদ। ফোন: ০১৭৪২১৭৯৭০৫

এমএমএস/আরআইপি