উল্টোপথে মোটরসাইকেল চলাচলের ঘটনা অহরহ ঘটছে। প্রতিদিন শতাধিক গাড়ি আর মোটরসাইকেলকে এই অপরাধে মামলা দিচ্ছে পুলিশ। ট্রাফিক পুলিশের সেপ্টেম্বর মাসব্যপী বিশেষ অভিযানে মঙ্গলবার সকালে একই অপরাধে একজনকে ধরল পুলিশ। তবে যানবাহনটি মোটরসাইকেল কিংবা গাড়ি নয়। মাঝারি সাইজের একটি বাইসাইকেল।
Advertisement
রাজধানীর বাড্ডা এলাকায় একদিকে যখন পুলিশ সদস্যরা মোটরসাইকেল আর গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই করছিলেন, অপর দিক থেকে আসছিল বাইসাইকেলটি। তৎক্ষণাৎ তাকে আটকে দেন ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের সার্জেন্ট।
উল্টো পথে যাওয়ার অভিযোগে তাকে ৬০০ টাকার রেকার বিল (জরিমানা) দেয়া হয়। টাকা পরিশোধের পর বাইসাইকেলসহ মুক্তি মেলে তার।
ফেসবুকে এক পোস্টে শফিকুল ইসলাম রানা নামে ওই ব্যক্তি বলেন, ‘এই প্রথম বাইসাইকেলের মামলা দেখলাম। বাংলাদেশে মনে হয় আমিই প্রথম যে বাইসাইকেলে চড়ে ট্রাফিক আইন অমান্য করার কারণে মামলা খেলাম। রাস্তা পারাপারের সময় আমাকে ধরে।’
Advertisement
এ সময় পোস্টে উল্টোপথে বাইসাইকেল চলাচলে ৬০০ টাকা জরিমানাকে ‘অতিরিক্ত’ বলে উল্লেখ করেন শফিকুল।
এ বিষয়ে জানতে চাইলে ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) প্রবীর কুমার রায় জাগো নিউজকে বলেন, উল্টোপথে চলাচল থেকে আমরা মোটরসাইকেলের মতো বাইসাইকেলকেও আটকাতে পারছি না। কোনোভাবেই বাইসাইকেল কন্ট্রোল করা যাচ্ছে না। তারাও মোটরসাইকেলের মতো একই কাজ করছে। আমরা কোন দিকে যাব, বলেন? ব্যবস্থাতো নিতেই হবে।
এআর/জেডএ/পিআর
Advertisement