ভ্রমণ

ঈদে ঘুরে আসুন কাট্টলী সমুদ্রসৈকত

ঈদের ছুটিতে যেতে পারেন বন্দরনগরী চট্টগ্রামের কাট্টলী সমুদ্রসৈকতে। এখানে সমুদ্রের বিশালতা, সবুজ প্রকৃতি, সমুদ্রের গর্জন আপনাকে অনায়াসেই মুগ্ধ করবে। প্রথম দর্শনেই যে কারো মন কেড়ে নেবে এ সমুদ্রসৈকত।

Advertisement

অবস্থানচট্টগ্রাম শহর থেকে ৮ কিলোমিটার দূরে পাহাড়তলী থানার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে অবস্থিত। সমুদ্রসৈকতটি ২০০৫ সাল থেকে জনপ্রিয়তা লাভ করে।

> আরও পড়ুন- ঘুরে আসুন নাওডাঙ্গা জমিদার বাড়ি

যা দেখবেনঘাসের সবুজ সৈকত, ম্যানগ্রোভ বন, আঁকাবাঁকা খাল, পাখির ঝাঁক, ডিঙ্গি নৌকা, জালটানা জেলে, সাগরে ভাসমান জাহাজ দেখতে পাবেন। সন্ধ্যার পর তারার মতো জ্বলে ওঠা সমুদ্রসৈকত মন কেড়ে নেবে।

Advertisement

পার্কসমুদ্রসৈকতকে কেন্দ্র করে গড়ে উঠেছে কয়েকটি পার্ক। পার্কগুলো হচ্ছে- নিঝুম পার্ক, নিরিবিলি নিরুপমা পার্ক ও শুকতারা পার্ক।

> আরও পড়ুন- হাজারিখিল অভয়ারণ্যে একদিন

যেভাবে যাবেনঢাকা থেকে সড়ক, রেল ও আকাশ পথে যেতে পারেন চট্টগ্রাম শহরে। সেখান থেকে যেতে হবে পাহাড়তলী থানায়। পাহাড়তলী থেকে জহুর আহমেদ স্টেডিয়ামের পাশ ঘেঁষে যেতে হবে টোল সড়কে। টোল সড়কের পাশেই কাট্টলী সৈকত।

কোথায় থাকবেনপাহাড়তলীতে কিছু হোটেল রেয়েছে। চাইলে সেখানে থাকতে পারেন। অথবা চট্টগ্রাম শহরেও থাকতে পারেন।

Advertisement

এসইউ/এমএস