ধর্ম

রোজাদারকে সফলতার পথ দেখাবে যে আমল

রোজাদারকে সফলতার পথ দেখাবে যে আমল

রমজান মাসে মর্যাদা কত বেশি তা বুঝানোর জন্য কুরআনে কারিমের একটি আয়াতই যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, ‘রমাজন মাস; এতে মানুষের দিশারী ও সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যের পার্থক্যকারীরূপে কুরআন অবতীর্ণ করা হয়েছে। অতএব তোমাদের মধ্যে যে কেউ এ মাস পাবে সে যেন তাতে রোজা পালন করে।’ (সুরা বাকারা : আয়াত ১৮৫)

Advertisement

কুরআনের আয়াতে কারিমা থেকেই জানা যায় যে, আল্লাহ তাআলা এ বরকতময় পবিত্র মাসেই মানুষে জীবন পরিচালনার একমাত্র নির্দেশিকা কুরআনুল কারিম নাজিল করেছেন।

আরও পড়ুন > তারাবিহ নামাজ কত রাকাআত পড়বেন?

মুসলিম উম্মাহর জন্য এ পবিত্র মাসে তাকওয়া অর্জনে রোজা পালনের সঙ্গে সঙ্গে যে কাজগুলো বেশি বেশি করা জরুরি, তা থেকে কিছু তুলে ধরা হলো->> রোজা পালনে মানুষ সতর্কতা অবলম্বন করবে; যাতে কোনো ধরনের ছোট-বড় গোনাহ না হয়। তাকওয়া অর্জনে প্রথমেই মানুষকে গোনাহের কাজ পরিত্যাগ করতে হবে।>> রমজান মাসের অন্যতম হক হলো পবিত্র কুরআন তেলাওয়াত করা। কারণ এ মাসেই নাজিল হয়েছে মহাগ্রন্থ আল-কুরআন।>> বেশি বেশি ঈমানি কালেমা (لَا اِلَهَ اِلَّا اللهُ مُحَمَّدُ رَّسُوْلُ الله) পাঠ করা।বিশেষ করে->> রমজান মাস জুড়ে জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করে জান্নাত লাভে বেশি বেশি এ দোয়াটি পড়া-اَللّهُمَّ اِنَّا نَسْئَلُكَ الْجَنَّةَ وَنَعُوْذُبِكَ مِنَ النَّارَ

Advertisement

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজান জুড়ে উল্লেখিত আমলগুলো যথাযথ পালন করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম