ভ্রমণ

দার্জিলিংয়ে বেড়ে যাচ্ছে খরচ!

এখন থেকে দার্জিলিং গেলে একটু খরচ বাড়বে পর্যটকের। কারণ এখন থেকে দার্জিলিংয়ের ‘লয়েড বোট্যানিক গার্ডেন’র প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে। বাগানটির মূল আকর্ষণ হচ্ছে ১৫০ ধরনের ক্যাকটাস। তাই দার্জিলিং গেলে সবাই সেখানে একবার ঢু মেরে আসেন।

Advertisement

জানা যায়, মার্চ মাস থেকে লয়েড উদ্যানে প্রবেশ করতে হলে মাথাপিছু ২০ টাকা করে প্রবেশমূল্য দিতে হবে। শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখালে দিতে হবে পাঁচ টাকা। সকাল-বিকেল হাঁটতে আসা মানুষের জন্য থাকবে ‘গ্রিন কার্ড’। যা বছরে ৫০ টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন।

১৪০ বছরের পুরনো এই বাগানে ক্যাকটাস ছাড়াও রয়েছে নানা ধরনের বাঁশ, ওক, ম্যাগনোলিয়া, রডোডেনড্রন প্রভৃতি। আরও রয়েছে দার্জিলিং ও সিকিম-হিমালয় অঞ্চলের বিভিন্ন পাহাড়ি গাছ। সিঙ্গালিলা জাতীয় উদ্যানের বেশকিছু অর্কিডও পাওয়া যায় এ উদ্যানে।

এসইউ/এমএস

Advertisement