আন্তর্জাতিক

কুয়ালালামপুরে ফিলিস্তিনি শিক্ষাবিদ খুন, সন্দেহে মোসাদ

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ফিলিস্তিনি এক শিক্ষাবিদকে গুলি চালিয়ে হত্যা করে দুই দুর্বৃত্ত। স্থানীয় পুলিশ বলছে, ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় ঘাতকরা তাকে হত্যা করে।

Advertisement

৩৫ বছর বয়সী ফিলিস্তিনি ফাদি আল-বাতশ নামের ফিলিস্তিনি শিক্ষাবিদ কট্টর ইসলামপন্থী সংগঠন হামাসের সদস্য। শনিবার রাজধানীর কুয়ালালামপুরের কাছের আবাসিক এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আল-বাতশ’র পিতা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে অভিযোগ করে বলেন যে, তার ছেলে হত্যার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত। যত শিগগিরই সম্ভব এ গুপ্তহত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত করতে মালয়েশীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক দল হামাসের মুখপাত্র হাজেম কাশেম নিশ্চিত করেছেন যে, আল-বাতশ সংগঠনটির সদস্য ছিলেন।

Advertisement

টুইটারে দেয়া এক বিবৃতিতে হামাস আল-বাতশকে ‘ফিলিস্তিনি তরুণ শিক্ষাবিদ’ হিসেবে অভিহিত করেছে। গাজা উপত্যকার জাবালিয়া এলাকার বাসিন্দা ছিলেন তিনি। আল-বাতশকে শহীদ হিসেবে উল্লেখ করে হামাস বলছে, তিনি ছিলেন একজন বিজ্ঞানী; যিনি বিদ্যুৎ খাতে ব্যাপক অবদান রেখেছেন।

এসআইএস/জেআইএম