তথ্যপ্রযুক্তি

এক লাখ টাকায় স্যামসাংয়ের স্মার্টফোন!

বাংলাদেশের বাজারে আসছে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস-৯ প্লাস। দাম এক লাখ ৫ হাজার ৯৯০ টাকা।

Advertisement

স্যামসাংয়ের দাবি, গ্যালাক্সি এস ৯ প্লাসে ব্যবহার করা হয়েছে উন্নতমানের ক্যামেরা। যাতে ব্যবহারকারিরা সুপার স্লো-মোশন, ডুয়াল রিয়ার ক্যামেরা, ডুয়াল অ্যাপারচার, অ্যাপারচার ১.৫, এআর ইমোজি এবং লাইভ ফোকস ও ইফেক্টস সুবিধা উপভোগ করতে পারবেন।

এই স্মার্টফোনে রয়েছে ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স, লো এনার্জিপাওয়ার এফিসিয়েন্ট প্রসেসর, ৪০০ জিবি এক্সটারনাল মেমোরি, ৬ জিবি র‌্যাম, ইন্টিলিজেন্ট স্ক্যান, নতুন স্টেরিও স্পিকার এবং অ্যাপ পেয়ার।

তবে বাংলাদেশের বাজারে এতো দামের স্মার্টফোন কতটা জনপ্রিয়তা পাবে তা নিয়ে সংশয় রয়েছে। ইউরোপ - আমেরিকাতেও দাম নিয়ে চলছে নানা সমালোচনা।

Advertisement

সমালোচকরা বলছেন, গ্যালাক্সি সিরিজের সবশেষ ফোনগুলোর সাথে গ্যালাক্সি এস-৯ প্লাসের পার্থক্য খুবই কম। দেখতেও প্রায় একই রকম। এর আগের ফোনগুলোতে ‘উন্নত মানের ক্যামেরা’ থাকলেও তাতে সন্তুষ্ট হতে পারেননি ব্যবহারকারিরা। আইফোন যেখানে ‘ফেস লক’ হ্যাকিংয়ের শিকার হয়েছে সেখানে স্যামসাংয়ের ‘আইরিশ - ফেস লক’ কতটুকু নিরাপত্তা দিতে পারবে তা নিয়েও রয়েছে বিতর্ক।

এএ/পিআর