দেশজুড়ে

হবিগঞ্জের সাতছড়িতে র‌্যাবের অভিযান

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি উদ্যানে অভিযান শুরু করেছে র‌্যাব। শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে এ অভিযান চালানো হয়। আরও অস্ত্র মজুদ থাকতে পারে এমন আশঙ্কায় কয়েকদিন ধরে গোয়েন্দা নজরদারীর পর এ অভিযান চালানো হয়। তবে অস্ত্র পাওয়া গেছে কিনা সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

Advertisement

এ বিষয়ে শনিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। র‌্যাব-৯ এর মিডিয়া উইংয়ের এক ক্ষুদে বার্তায় সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে ২০১৪ সালের ১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত টানা অভিযান চালানো হয়। এরপর ২ সেপ্টেম্বর দ্বিতীয় দফায়, ১৭ সেপ্টেম্বর তৃতীয় দফা এবং ১৬ ও ১৭ অক্টোবর চতুর্থ দফায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ১২টি বাংকার ও ৩টি গর্ত থেকে মেশিনগান, রকেট লঞ্চার, রকেট চার্জার, বিমান বিধ্বংসী বুলেট, ট্যাংক বিধ্বংসী রকেট গোলাসহ বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। অভিযানকালে উদ্ধার করা হয় বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহৃত ডায়রি, বই, চাঁদার রশিদসহ মালামাল। এ ঘটনায় পৃথক ৬টি মামলা দায়ের করা হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএস

Advertisement