জাগো জবস

জার্মানির ক্রস কালচার ইন্টার্নশিপে আবেদন

জার্মানির ক্রস কালচার ইন্টার্নশিপে আবেদন

জার্মানির আইএফএ (ফরেন কালচারাল রিলেশন্স ইনস্টিটিউট) ক্রস কালচার ইন্টার্নশিপের আয়োজন করে থাকে। মুসলিম দেশসমূহের তরুণ পেশাজীবীদের আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং আন্তঃসাংস্কৃতিক কর্মদক্ষতা বৃদ্ধির জন্য এ আয়োজন করা হয়।

Advertisement

প্রতিবছর বাংলাদেশ থেকে তিন থেকে পাঁচ তরুণ পেশাজীবী এই প্রোগ্রামে অংশগ্রহণ করে আসছেন। রাজনীতি, সমাজ, শিক্ষা, মানবাধিকার-শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন, মিডিয়া, সংস্কৃতি ও শিল্প— এসব ক্ষেত্রে কর্মরত তরুণ পেশাজীবীরা আবেদন করতে পারবেন।

নির্বাচিত তরুণ পেশাজীবীদের জার্মানিতে যাতায়াত ও আবাসনের যাবতীয় ব্যয় আইএফএ বহন করবে। ক্রস কালচার ইন্টার্নশিপে আবেদনের জন্য ইংরেজি বা জার্মান ভাষায় দক্ষতা, বাংলাদেশে স্থায়ী চাকরির যোগ্যতা থাকতে হবে। তবে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরতরা এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন না।

আবেদনকারীর বয়স ২৩-৪৫ বছর হতে হবে। আবেদনের শেষ সময় ১২ জানুয়ারি পর্যন্ত। বিস্তারিত তথ্য ও আবেদনের নিয়ম জানতে ifa-portal.rexx-recruitment.com ঠিকানায় প্রবেশ করতে পারেন।

Advertisement

এসইউ/আরআইপি