ভারতের উত্তর প্রদেশে নবাবগঞ্জ জেলায় একটি স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় টর্চের আলোতে ৩২ জন রোগীর চোখের ছানি অস্ত্রোপচার করা হয়েছে। গত সোমবার এ ঘটনা ঘটে। এতোদিন বিষয়টি অজানাই ছিল। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অস্ত্রোপচারের ছবি প্রকাশ হলে তা ভাইরাল হয়ে যায়।
Advertisement
রোগীদের পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের পর তাদের কোনও বেড দেওয়া হয়নি। ঠান্ডার মধ্যে রোগীদের মেঝেতে শুতে বাধ্য করা হয়।
সোশ্যাল মিডিয়ায় টর্চের আলোয় অস্ত্রোপচারের সেই ছবি প্রকাশ হতেই উত্তর প্রদেশের স্বাস্থ্য বিভাগ নড়েচেড়ে বসে। এরপরই নবাবগঞ্জ জেলার স্বাস্থ্য অফিসারকে অব্যাহতি দেয়া হয়। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিংহ বলেন, বিষয়টি যথাযথ গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসককে বরাখাস্ত করা হয়েছে।
উত্তর প্রদেশে স্বাস্থ্যক্ষেত্রের এই বেহাল দশার ঘটনা এটাই প্রথম নয়। কয়েক মাস আগে গোরক্ষপুর ও ফারুকাবাদে একাধিক শিশু মৃত্যুর ঘটনায় গাফিলতির অভিযোগে প্রবল নিন্দার মুখে পড়ে রাজ্য সরকার।
Advertisement
এআরএস/আইআই