ধর্ম

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সেরা বাংলাদেশি হাফেজ মামুন

সৌদি আরবে অনুষ্ঠিত ‘কিং আব্দুল আজিজ আল সৌদ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায়’ প্রথম হয়েছেন বাংলাদেশি হাফেজ আব্দুল্লাহ আল মামুন। মোট ৭৩টি দেশের মধ্যে এ কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন তিনি।

Advertisement

এই নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বসেরা হাফেজ হলেন কুমিল্লা মুরাদনগর উপজেলার সন্তান হাফেজ আব্দুল্লাহ আল মামুন। এর আগে ২০১৪ সালের জুলাই মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় এবং এ বছরের এপ্রিল মাসে মিশরের রাজধানী কায়রোতে ৫৫টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ২৪তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথমস্থান অজর্ন করেন তিনি। এ ছাড়া ২০১৬ সালে দুবাইয়ে অনুষ্ঠিত ২০তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলেন তিনি।

আন্তর্জাতিক এ কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে উস্তাদ হাফেজ কারী নাজমুল হাসানের সঙ্গে গত ৩ অক্টোবর (মঙ্গলবার) সৌদি আরব যান আবদুল্লাহ আল মামুন ও হাফেজ নাঈমুল হক সাদী। হাফেজ আব্দুল্লাহ আল-মামুন ৩০ পাড়া গ্রুপে এবং হাফেজ নাঈমুল হক সাদী ১৫ পারা গ্রুপে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় সেরা হাফেজ নির্বাচিত মামুন রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচাস্থ তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদরাসার ছাত্র এবং কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের আবুল বাশারের ছেলে।

Advertisement

আরএস/আরআইপি