খেলাধুলা

আফগানদের হেসে খেলে হারাল বাংলাদেশের যুবারা

জাতীয় দলের ক্রিকেটাররা যখন সাত সমুদ্দুর তেরো নদী ওপারে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট খেলার জন্য মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিল, তখন ঘরের মাঠে আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। সিলেটের বিভাগীয় স্টেডিয়ামে আফগান যুবাদের হেসে খেলেই বলতে গেলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের যুবারা। সফরকারী আফগানিস্তানকে স্বাগতিকরা হারিয়েছে ১৪৫ রানের বিশাল ব্যবধানে।

Advertisement

সিলেট বিভাগীয় স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। যুবাদের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তৌহিদ হৃদয়। তিনি করেন ৫২ রান। মাহিদুল ৩৫, কাজি অনিক ২৭ রান করেন। আফগানদের হয়ে ২২ রান দিয়ে ৪ উইকেট নেন মুজিব। ২৭ রান দিয়ে ২ উইকেট নেন তারিক এবং ৪৭ রান দিয়ে ১ উইকেট নেন শামস।

জবাব দিতে নেমে বাংলাদেশের যুবাদের বোলিং তোপের মুখে ৩৪.২ ওভারে মাত্র ৭৭ রানে অলআউট আফগান যুবারা। আফগান ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ১৬ রান করেন তারিক, ১০ রান করেন নাসিরুল্লাহ। কাজী অনিক একাই ২৭ রান দিয়ে নেন ৪ উইকেট। ১১ রান দিয়ে ৩ উইকেট নেন নাঈম হাসান। ৭ রান দিয়ে ১ উইকেট নেন রবিউল। ম্যাচ সেরা নির্বাচিত হন কাজি অনিক।

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের হয়ে যুব ক্রিকেটে অভিষেক ঘটে তৌহিদ হৃদয়, রকিবুল হক, মনিরুল ইসলাম, কাজি অনিক এবং হাসান মাহমুদের। ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর।

Advertisement

আইএইচএস/জেআইএম