আন্তর্জাতিক

থাইল্যান্ডে বোমা বিস্ফোরণে ৪ সেনা নিহত

থাইল্যান্ডে রাস্তার পাশে থাকা বোমা বিস্ফোরণে চার সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন। এদের মধ্যে একজন বেসামরিক নাগরিক। এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

Advertisement

সন্দেহভাজন মুসলিম চরমপন্থীরা ওই হামলা চালিয়ে বলে ধারণা করা হচ্ছে। পাত্তানি এলাকায় রাস্তার পাশে বোমা পুতে রাখা হয়েছিল।

নিরাপত্তা বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, যে গ্রুপটি বোমা পুতে রেখেছে তারা ওই অঞ্চলে অস্থিরতা ছড়িয়ে দিতে খুব পুরনো কৌশল ব্যবহার করেছেন।

এর আগে গত সপ্তাহে ইয়ালা শহরে রাস্তার পাশে থাকা বোমা বিস্ফোরণের ঘটনায় দুই সেনা নিহত এবং আরো ২০ জন আহত হয়। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

Advertisement

টিটিএন/এমএস