আন্তর্জাতিক

৩২ বছর পূর্তির দিনে ফের শক্তিশালী ভূমিকম্প

মেক্সিকোতে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আঘাত হানা ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত ১৩৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরো বাড়তে পারে। এই ভূমিকম্পের ৩২ বছর আগে ঠিক এ দিনে ১৯৮৫ সালের ১৯ সেপ্টেম্বর আরেক শক্তিশালী ভূমিকম্পে মেক্সিকোতে প্রায় দশ হাজার মানুষ নিহত হয়েছিল।

Advertisement

১৯৮৫ সালের সেই ভয়াবহ ভূমিকম্পে নিহত ব্যক্তিদের স্মরণে মঙ্গলবার মেক্সিকো সিটিতে বহু মানুষ এক মহড়ায় অংশ নিয়েছিলেন। এই মহড়া চলাকালে নতুন এই ভূমিকম্প আঘাত হানে।

মঙ্গলবার মেক্সিকোর স্থানীয় সময় দুপুরে ৭.১ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী মেক্সিকো সিটি থেকে ১২০ কিলোমিটার দূরের পুয়েবলা রাজ্যে।

ভূমিকম্পে মেক্সিকো সিটিতে ২৭টি ভবন ধসে পড়েছে। ভবনের নিচে আটকে পড়া মানুষদের নিরাপদ আশ্রয়ে নিচ্ছেন উদ্ধারকর্মীরা। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

Advertisement

ভূমিকম্পনপ্রবণ দেশ মেক্সিকোতে প্রায়ই সময় ভূমিকম্প আঘাত হানে। মেক্সিকোতে এক মাসের মধ্যে এটি দ্বিতীয় ভূমিকম্প। দেশটির দক্ষিণে চলতি মাসের ৮ তারিখে আরেকটি ভূমিকম্পে ৯০ জন প্রাণ হারান।

এআরএস/আইআই