দেশজুড়ে

মাদারীপুরে যুবলীগ কর্মী হত্যায় কঠোর হুশিয়ারি

মাদারীপুরের শিবচরে যুবলীগ নেতাসহ জোড়া হত্যার ঘটনায় পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য নুর-ই-আলম চৌধুরী ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এসময়  কঠোর হুশিয়ারি উচ্চারণ করে নেতৃবৃন্দ খুনিদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। এসময় নিহতদের বাড়িতে ও সড়কে দাঁড়িয়ে হাজার হাজার নারী পুরুষ দোষীদের দৃষ্টান্তমূলক বিচার চেয়ে স্লোগান দেন।জানা যায়, শুক্রবার বিকেলে সংসদ সদস্য নুর ই আলম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, সিনিয়র সহসভাপতি মুনীর চৌধুরী, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে`সহ জেলা উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ জেলার শিবচরের কুতুবপুরে নিহত যুবলীগ নেতা আরশেদ মাদবরসহ নিহত ২ জনের কবর জিয়ারত করেন। এসময় তারা দোয়া পড়েন ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এসময় নেতৃবৃন্দও আবেগ আপ্লুত হয়ে পড়েন। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। পরে এক বক্তব্যে সংসদ সদস্য পুলিশের প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন। খুনি যেই হোক তাকে গ্রেফতারের নির্দেশ দেন। উল্লেখ্য, গত বুধবার সকালে পক্ষ পরিবর্তন করে দাওয়াত করায় প্রতিপক্ষ ইব্রাহিম সিকদার গ্রুপ গুলি করে যুবলীগ নেতা আরশেদ মাদবরসহ ২ জনকে হত্যা করেন। এ কে এম নাসিরুল হক/এমজেড/এমএস

Advertisement