পবিত্র ঈদুল আজহায় ঘরমুখো যাত্রীদের জন্য শুক্রবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। আজ বৃহস্পতিবার রাজধানীর রেল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী মুজিবুল হক।
Advertisement
প্রচলিত নিয়মানুসারে এবারের ঈদেও ঘরমুখো যাত্রীদের জন্য ১০ দিন আগে থেকেই অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে ঈদ পূর্ব অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে।
মন্ত্রী জানান, আগামী ১৮ আগস্ট বিক্রি হবে ২৭ আগস্টের টিকিট। ক্রমান্বয়ে ১৯, ২০, ২১ ও ২২ আগস্টের যাত্রীরা যথাক্রমে ২৮, ২৯, ৩০ ও ৩১ আগস্টের টিকিট কাটতে পারবেন।
এএস/এআরএস/পিআর
Advertisement