গণমাধ্যম

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ। ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক জাতিসংঘ ১৯৯৩ সাল থেকে এ দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হবে।

Advertisement

এবারে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘ক্রান্তিকালে সমালোচকের দৃষ্টি: শান্তিপূর্ণ, ন্যায়নিষ্ঠ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’।

দিবসটি উপলক্ষে জাতীয় প্রেসক্লাব আজ বেলা সাড়ে ১০টায় আলোচনা সভার আয়োজন করেছে। বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ সকাল ১০টায় ডিআরইউ ভবনের ৫ম তলায় আলোচনা সভার আয়োজন করেছে।

Advertisement

এছাড়া বেলা ১০টায় ন্যাশনাল প্রেস সোসাইটি কর্তৃক এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে। র‌্যালিটি পুরানা পল্টন মোড় থেকে শুরু করে জাতীয় প্রেসক্লাব হয়ে হাইকোর্টের মোড় দিয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিল মোড়ে এসে শেষ হবে।

এফএইচএস/বিএ