ধর্ম

আল্লাহর নৈকট্য অর্জনের ছোট্ট জিকির

মুমিন বান্দার একমাত্র চাওয়া এবং পাওয়া হলো আল্লাহ তাআলার নৈকট্য অজর্ন। আর আল্লাহ তাআলা মানুষকে তাঁর নৈকট্য অর্জনের জন্য যুগে যুগে নবি-রাসুল প্রেরণ করেছেন। নবি-রাসুলগণ সহজে আল্লাহর নৈকট্য অর্জন করতে ছোট ছোট জিকির ও আমলের সুস্পষ্ট দিক-নির্দেশনা দিয়েছেন।

Advertisement

কুরআন ও সুন্নাহর বিধানসমূহ পালনের পাশাপাশি আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় কথার জিকির দ্বারা তাঁর নৈকট্য অর্জন সম্ভব। প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন-ই সহজ ৪টি জিকিরের কথা বলেছেন-

হজরত সামুরা বিনতে জুনদুব রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‌আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কথা হলো চারটি-

>> সুবহানাল্লাহ (سُبْحانَ الله)>> আলহামদুলিল্লাহ (اَلْحَمْدُ لِله)>> লা ইলাহা ইল্লাল্লাহ (لَا اِلَهَ اِلَّا الله) এবং >> আল্লাহু আকবার (اَللهُ اَكْبَر)।

Advertisement

এর যে কোনো একটির দ্বারাই (জিকির) আরম্ভ করা যেতে পারে। (মুসলিম)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সকাল এবং সন্ধ্যায় এ ছোট এবং গুরুত্বপূর্ণ শব্দগুলো দ্বারা জিকির করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/পিআর

Advertisement