জাতীয়

পুড়েছে জন্মনিয়ন্ত্রক বড়ি

রাজধানীর মহাখালীতে পরিবার পরিকল্পনা অধিদফতরের কেন্দ্রীয় গুদামে অগ্নিকাণ্ডে সেখানে মজুদ থাকা বিপুল সংখ্যক জন্মনিয়ন্ত্রণ বড়ি পুড়ে গেছে। সেইসঙ্গে শাড়ি, লুঙ্গি ও বিপুল পরিমাণ ওষুধও পুড়েছে। এখন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছেন।

Advertisement

শনিবার দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক জাগো নিউজকে জানান, গুদামটি ২৭০ ফুট দৈর্ঘ্যের। এর ভেতর অনেক ওষুধ ও প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। ফায়ার সার্ভিসকর্মীরা এখন ডাম্পিং ও কুলিংয়ের কাজ করছেন। এরপর ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানায় ফায়ার সার্ভিস। আগুনের প্রাথমিক কারণ জানার চেষ্টা করছেন তারা। আজই এ বিষয়ে একটি কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।

Advertisement

এদিকে এ ঘটনার পর থেকে গুদামটির চারপাশে কর্ডন করে রাখা হয়েছে। কাউকে ভেতরে ঢুকতে দেয়নি কর্তৃপক্ষ। অধিদফতরের কেউই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

এআর/জেডএ/এমএস