স্বাস্থ্য

দেশে ক্যান্সার রোগীর সঠিক পরিসংখ্যান নেই

দেশে মরণব্যাধি ক্যান্সারের সঠিক পরিসংখ্যান নেই। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের (আইএআরসি) অনুমিত হিসাব অনুযায়ী প্রতি বছর বাংলাদেশে ১ লাখ ২২ হাজার মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হন। আক্রান্ত রোগীদের মধ্যে প্রতি বছর মারা যান ৯১ হাজার।প্রতি বছর অসংখ্য রোগী ক্যান্সারে আক্রান্ত ও মারা গেলেও চাহিদার তুলনায় ক্যান্সারের চিকিৎসা ব্যবস্থা খুবই অপ্রতুল। বর্তমানে দেশের ১৫টি সরকারি মেডিকেল কলেজে রেডিওথেরাপি বিভাগ চালু ও এর ৯টিতে বিকিরণ চিকিৎসার যন্ত্র আছে। কিন্তু প্রয়োজনীয় ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকসহ দক্ষ জনবলের অভাবে বিকিরণ যন্ত্রগুলোর সঠিক ব্যবহার হচ্ছে না। এমনই এক পরিস্থিতির মধ্যে দিয়ে আজ বিশ্ব ক্যান্সার দিবস পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আমি পারি, আমরাও পারি’। এ রোগে বিশ্বে প্রতি বছর ১ কোটি ৪০ লাখ আক্রান্ত ও ৮২ লাখ মানুষ মৃত্যুবরণ করেন। ক্যান্সার আক্রান্তদের মধ্যে ৩০ বছর থেকে ৬৯ বছর বয়সী শতকরা প্রায় ৫০ ভাগ রোগীর অকাল মৃত্যু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্যান্সার আক্রান্তদের অকাল মৃত্যুরোধে দ্রুত রোগ শনাক্ত ও চিকিৎসা শুরুর উপর গুরত্বারোপ করেছে।এমইউ/এনএফ/এমএস

Advertisement