ধর্ম

হজ গাইড নিয়োগের আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের সার্বিক সহায়তা ও সেবা প্রদানের লক্ষ্যে প্রতি ৪৫ জন হজযাত্রীর জন্য একজন করে হজ গাইড নিয়োগের লক্ষ্যে আবেদন আহ্বান করেছে ধর্ম মন্ত্রণালয়।গাইড হিসেবে নিয়োগ পেতে ইচ্ছুক ব্যক্তিদের আগামী ৩১ মে’র মধ্যে জেলা প্রশাসক ও সভাপতি, জেলা হজ গাইড নির্বাচন কমিটি বরাবর প্রয়োজনীয় তথ্য-উপাত্ত জমা দেয়ার নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। ১১ জানুয়ারি ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (হজ ১) আবুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়। আবেদনকারীদের ৪৫ জন হজযাত্রী সংগ্রহ করে সংশ্লিষ্ট হজযাত্রী সংগ্রহের প্রমাণ হিসেবে পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে।আবেদনকারীকে একজন দক্ষ হজ গাইড ও অনধ্কি ৫৫ বছরের গ্রাজুয়েট/কামিল/ফাজিল/দাওরায়ে হাদিস/কুরআনে হাফেজ/মসজিদের ইমাম হতে হবে।ধর্ম মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থা/প্রকল্পে কর্মরত গ্রাজুয়েট/কামিল/ফাজিল/দাওরায়ে হাদিস হতে হবে।আবেদনকারীকে উত্তম চরিত্রের অধিকারী বাংলাদেশি মুসলমান হওয়ার পাশাশাশি হজের সব নিয়ম-কানুন জানতে হবে। এজেন্সির মালিক/অংশীদার, মোয়াজ্জেম হজ গাইড হতে পারবেন না।এমইউ/এমএমএস/জেআইএম

Advertisement