ভারতের কানপুরে পাটনা-ইন্দোর এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে। রোববার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর টাইসম অব ইন্ডিয়ার। আরো ১৫০ জন এ ঘটনায় আহত হয়েছেন। নিহতের সংখ্যা এখনো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। উত্তর প্রদেশের এডিজি দলজিৎ সিং চৌধুরী জানিয়েছেন ঘটনাস্থল থেকে এখনো ৪৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতীয় রেলওয়ের মুখপাত্র অনিল সাক্সেনা বলেছেন, মেডিকেল টিম ও ঊর্ধ্বতন কর্মকর্তরা ঘটনাস্থলে গেছেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব পুলিশের মহাপরিদর্শককে ব্যক্তিগতভাবে উদ্ধার তৎপরতার দেখভাল করতে বলেছেন। রেলমন্ত্রী সুরেশ প্রভু ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। এনএফ/এমএস
Advertisement