ধর্ম

হিংসা ও জুলুম থেকে মুক্তি লাভের আমল

আল্লাহ তাআলা বান্দাকে তার সুন্দর সুন্দর নামের জিকির বা আমল করার কথা বলেছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে আলাদা আলাদাভাবে এ নামগুলোর আমল করার ব্যাপারে তাগিদ দিয়েছেন। আল্লাহর গুণবাচক সব নামের আমলে রয়েছে গুরুত্বপূর্ণ ফজিলত। (اَلْمُذِلُّ) ‘আল-মুজিল্লু’- আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর একটি। যার অর্থ হলো- ‘লাঞ্ছনা ও অপমানকারী।’আল্লাহর গুণবাচক নাম (اَلْمُذِلُّ) ‘আল-মুজিল্লু’ -এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-উচ্চারণ : ‘আল-মুজিল্লু’অর্থ : ‘লাঞ্ছনা ও অপমানকারী।’পড়ুন : আল্লাহর ‍গুণবাচক নাম (اَلْمُعِزُّ)-এর আমলফজিলত>> কোনো ব্যক্তি যদি কারো হিংসা বা জুলুমকে ভয় করে; তবে সে যেন আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক (اَلْمُذِلُّ) ‘আল-মুজিল্লু’ নামটি ৭১ বার পাঠ করার পর সিজদায় গিয়ে আল্লাহর কাছে হিংসুক এবং জালেম থেকে হিফাজত কামনা করে। আল্লাহ তাআলা অবশ্যই আমলকারীকে নিরাপত্তা দেবেন।>> অন্যত্র এসেছে, যে ব্যক্তি শত্রুর আক্রমণ থেকে বেঁচে থাকতে নামাজের পর সিজদায় গিয়ে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম (اَلْمُذِلُّ) ‘আল-মুজিল্লু’-এর জিকির করে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শত্রুর আক্রমণ থেকে হিফাজত করন।পরিশেষে...আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে শত্রুর ক্ষতি ও হিংসুকের হিংসা থেকে হিফাজত থাকতে তার এ গুণবাচক নামের তাসবিহ আদায় করার তাওফিক দান করুন। আমিন।এমএমএস/পিআর

Advertisement