জাতীয়

ফিরতি ফ্লাইট বিলম্ব : রাত ৮টার বিমান আসবে দেড়টায়

হাজীদের নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট (বিজি২০১২)  শনিবার রাত দেড়টায় শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে পৌঁছাবে। ইতিমধ্যেই সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে ৪১৯ হাজী চেক ইন সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বিমান ছাড়ার কথা রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন সন্ধ্যা পৌনে ৭টায় জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাত দেড়টায় ফ্লাইটটি শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।যদিও ফ্লাইটটি রাত ৮টা ৪০ মিনিটে পৌছার কথা ছিল। তিনি বলেন, বর্তমানে বিভিন্ন দেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লী হজ শেষে নিজ দেশে ফেরার অপেক্ষায় রয়েছে। বাংলাদেশের হাজিদের লাগেজ সিটি চেক ইন করাসহ আনুষাঙ্গিক কার্যক্রম সম্পন্ন করে জেদ্দা বিমানবন্দরে পৌঁছাতে বিলম্ব হওয়ায় ফ্লাইট বিলম্বিত হচ্ছে।এমইউ/এএইচ/আরআইপি

Advertisement