দীপক গোসাইন নামে ভারতের চণ্ডিগড়ের এক ব্যক্তি তার স্মার্টফোনটি বিস্ফোরণের পর সৃষ্ট আগুন থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। দীপক গোসাইন ওয়ান প্লাস ওয়ান ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহার করেন। দীপক হিন্দুস্তান টাইমসকে জানান, গত সোমবার সকালে চার্জরত অবস্থায় তার স্মার্টফোনটি বিস্ফোরিত হয়ে আগুনের সৃষ্টি হয়। কিন্তু স্মার্টফোনটি যেখানে চার্জে ছিল সেখান থেকে তার অবস্থান দূরে থাকায় তিনি প্রাণে বেঁচে যান। রাতে ঘুমাতে যাওয়ার আগে তিনি স্মার্টফোনটি চার্জে দিয়েছিলেন।গোসাইন তার এই দুর্দশার কথা টুইটারে সবার সঙ্গে শেয়ার করেন। সেখানে তিনি ওয়ান প্লাস ওয়ান ব্র্যান্ডের বিরুদ্ধেও একহাত নেন। এরপর ফোনটির নির্মাতা কম্পানি থেকে তার সঙ্গে বেশ কয়েকবার ফোনে যোগাযোগ করা হয়। তবে এদের কেউই সিদ্ধান্ত দেওয়ার মতো ক্ষমতাসম্পন্ন ছিলেন না বলে তিনি হতাশ হয়েছেন বলে জানান দীপক গোসাইন। তিনি আরো জানান, কম্পানিটির কাছে তিনি ক্ষতিপূরণ দাবি করেছেন এবং অন্য আরেকটি ব্র্যান্ডের স্মার্টফোন চেয়েছেন।পুড়ে যাওয়া ফোনটি কম্পানির লোকরা এসে নিয়ে গেছে। আর ঘটনাটির বিষয়ে তদন্ত চলছে বলেও জানা গেছে।উল্লেখ্য, ২০১৪ এবং ২০১৫ সালেও একই কোম্পানির স্মার্টফোন বিস্ফোরিত হয়ে আগুন লাগার আরো দুটি ঘটনা ঘটেছে।জেএইচ/পিআর
Advertisement