দেশজুড়ে

রংপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা : স্বামী পলাতক

রংপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা : স্বামী পলাতক

রংপুর জেলার কাউনিয়ায় স্বামীর বিরুদ্ধে লতা বেগম (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।  ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী আমিনুল ইসলাম পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চৈতারমোড় বাজেমজকুর গ্রামের স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত লতা বেগম বাজেমজকুর ৩নং কলোনী গ্রামের আমিনুল ইসলাম ওরফে বাবলু মিয়ার দ্বিতীয় স্ত্রী। কাউনিয়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জাগো নিউজকে জানান, লতা বেগমের বাবার বাড়ি ঢাকার গাজীপুরের সখিপুর এলাকায়। বাবলু গত দু’বছর আগে গাজীপুরে পোশাক কারখানায় কাজ করার সময় লতাকে বিয়ে করেন। বিষয়টি এতোদিন গোপন ছিল।তিনি আরো জানান, গত বুধবার লতা স্বামী বাবলুর বাড়িতে আসলে তা জানাজানি হয়। শুক্রবার সকালে ঘরের ভেতর লতার মরদেহ পড়ে থাকতে দেখতে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাতে পাঠায়। এ ঘটনার পর থেকে স্বামী বাবলু পালাতক রয়েছেন বলেও জানান ওসি। কাউনিয়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মামুনুর রশিদ মামুন জানান, মরদেহের সুরাতহাল রিপোর্ট অনুযায়ী তাকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। জিতু কবীর/এএম/এমএস

Advertisement