ধর্ম

জুমআর দিন ৮০ বছরের গোনাহ মাফের ছোট্ট আমল

মানুষ ইচ্ছায় অনিচ্ছায় অনেক গোনাহ করে থাকে। এ সকল গোনাহ থেকে পরিত্রান লাভের জন্য অসংখ্য গুরুত্বপূর্ণ আমল রয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মতের জন্য এ রকম অনেক আমলের কথা বলেছেন। হাদিসের ছোট্ট একটি আমল তুলে ধরা হলো->> হাদিসে এসেছে যে ব্যক্তি জুমআর দিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি এ ছোট্ট দরূদ পাঠ করবে, তার জন্য অনেক সাওয়াব রয়েছে। আমলটি হলো-উচ্চারণ : ‘আল্লাহুম্মা সাল্লি আ’লা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আ’লা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা।’এ দরূদ পড়ার ফজিলতযে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর ৮০ বার এ দরুদ পড়বে, তার ৮০ বছরের গোনাহ্ মাফ হবে এবং ৮০ বছর ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ছোট্ট দরূদটি পড়ার মাধ্যমে উল্লেখিত ফায়েদা লাভের তাওফিক দান করুন। পরকালের বিশ্বনবির সাফায়াত নসিব করুন। আমিন।এমএমএস/পিআর

Advertisement