২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে যখন কারফিউ চলছিল তখন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের দুই সহযোদ্ধা ডিজিএফআইয়ের অফিসার্স মেসের ভিআইপি রুমের আতিথেয়তা গ্রহণ করেন বলে জানিয়েছেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি।
Advertisement
এমন তথ্য জানিয়ে জুলকারনাইন নাহিদ ইসলামের উদ্দেশে ওই দুই নেতাকে জিজ্ঞাসাবাদ করতে বলেছেন যে কেন ওই সময় তারা এমনটি করেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাত পৌনে ১২টার দিকে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন জুলকারনাইন সায়ের।
আরও পড়ুন
Advertisement
সায়ের লিখেছেন, ‘কারও প্রতি আঙুল তোলার আগে, নাহিদের উচিত হবে তার ‘‘দলের’’ দুই নেতাকে জিজ্ঞাসা করা, তার দুই এনসিপি সঙ্গীকে, যে কেন তারা বিপ্লবের সময় যখন কারফিউ চলছিল, তখন “জনতার মধ্যে” না থেকে ডিজিএফআইয়ের অফিসার্স মেসের ভিআইপি রুমের আতিথেয়তা গ্রহণ করেছিল, যা গোয়েন্দা সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা আয়োজন করে দিয়েছিলেন।’
তিনি বলেন, ‘তারা কেন সেখানে বসে নিরাপদে পোলাও, চিকেন রোস্ট এবং শামী কাবাব খাচ্ছিল, যখন মানুষ স্বৈরশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল? এবং শুধু যখন ‘সমন্বয়কদের’ গ্রেফতার করে ডিবি কার্যালয় নেওয়া হয়, তখন ওই দুইজন ডিজিএফআই কর্তৃপক্ষকে অনুরোধ (করে) তাদের পুলিশের কাছে হস্তান্তর করতে, যাতে তারাও বাকি সমন্বয়কদের সঙ্গে যুক্ত হতে পারে এবং এতে তাদের ‘‘লাইমলাইটে’’ আসাটা সহজ হবে।’
জুলকারনাইন বলেন, ‘পরে তাদের অনুরোধের প্রেক্ষিতে ওই দুইজনকে কালাবাগান এলাকায় ছেড়ে দেওয়া হয়, যেখান থেকে ডিবি পুলিশ তাদের তুলে নেয়।’
ইএ
Advertisement