খেলাধুলা

৩০৭ রানে অলআউট নিউজিল্যান্ড, ইনিংস হার এড়াতে পারবে জিম্বাবুয়ে?

৩০৭ রানে অলআউট নিউজিল্যান্ড, ইনিংস হার এড়াতে পারবে জিম্বাবুয়ে?

বুলাওয়ে টেস্টের প্রথমদিনই নিউজিল্যান্ডের বোলারদের তোপের মুখে পড়েছিল জিম্বাবুয়ের ব্যাটাররা। একাই কাঁপিয়েছিলেন ম্যাট হেনরি। ৬ উইকেট নেন তিনি। ৩ উইকেট নিয়েছিলেন নাথান স্মিথ। ১৪৯ রানে অলআউট হয়েছিল স্বাগতিক জিম্বাবুয়ে।

Advertisement

প্রথমদিনই ব্যাট করতে নেমেছিল কিউইরা এবং প্রথম দিন শেষে ২৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯২ রান করে কিউইরা। ডেভন কনওয়ে ৫১ রান এবং উইল ইয়ং ৪১ রানে ব্যাট করছিলেন।

দ্বিতীয় দিনের শুরু থেকে অবশ্য নিউজিল্যান্ডের ওপর দারুণভাবে চেপে বসে জিম্বাবুয়ে বোলাররা। দিনের প্রথম বলেই আউট হয়ে যান উইল ইয়ং। বিনা উইকেটে ৯২ রান নিয়ে ব্যাট করতে নেমে কোনো রান যোগ না করেই ব্লেসিং মুজারাবানির বলে নিক ওয়েলেকের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান ইয়ং।

এরপর ৬৬ রানের জুটি গড়েন ডেভন কনওয়ে এবং হেনরি নিকোলস। ৫৬ বলে ৩৪ রান করে আউট হন হেনরি নিকোলস। তার উইকেটটিও নেন মুজারাবানি। রাচিন রাবিন্দ্রা মাঠে নেমে আউট হন মাত্র ২ রান করে। তার উইকেট তুলে নেন সিকান্দার রাজা। ডেভন কনওয়ে এবং ড্যারিল মিচেল মিলে জুটি গড়েন। যদিও এই জুটিও বড় হয়নি। কারণ, ১৭০ বলে ৮৮ রান করে আউট হয়ে যান ডেভন কনওয়ে।

Advertisement

টম ব্লান্ডেল ২ রান করে আউট হন। মিচেল ব্রেসওয়েল ৯ রান করে বিদায় নেন। অধিনায়ক মিচেল স্যান্টনার ১৯ রানে আউট হন। ২২ রানে আহত হয়ে মাঠ ছাড়েন নাথান স্মিথ। ৯৬.১ ওভারে ৩০৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ১৫৮ রানের লিড নিতে সক্ষম হয় কিউইরা। জিম্বাবুয়ের হয়ে ৩ উইকেট নেন ব্লেসিং মুজারাবানি, ২ উইকেট নেন তানাকা শিবাঙ্গা।

১৫৮ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৯ রানে ২ উইকেট হারায় জিম্বাবুয়ে। দিন শেষ করে তারা ৩১ রানে। এখনও ১২৭ রান পিছিয়ে স্বাগতিকরা। হাতে আছে ৮ উইকেট। প্রোটিয়া বোলিংকে মোকাবেলা করে কি ইনিংস পরাজয় এড়াতে পারবে জিম্বাবুয়ে?

আইএইচএস/

Advertisement