ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের একটি গ্রাম ‘মালোপাড়া’। পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে রয়েছে গ্রামের শতাধিক পরিবার। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যা সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই ডুবে যায় পুরো গ্রাম। ফলে বছরের পর বছর ধরে বর্ষা মৌসুমে চরম ভোগান্তির শিকার হতে বাসিন্দাদের।
Advertisement
স্থানীয়দের অভিযোগ, একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। পানি বের হওয়ার ব্যবস্থা নেই। বছরের পর বছর এভাবেই চলছে। এলাকাটি অনেকটাই ভাগাড়ে পরিণত হয়েছে।
স্থানীয় বাসিন্দা গৌতম মৃধা জাগো নিউজকে বলেন, ‘পানির মধ্যে বসবাস করায় ডায়রিয়া, চর্মরোগ, পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্তের হার দিন দিন বেড়েই চলেছে। সংশ্লিষ্টদের কাছে বারবার বলেও কাজের কাজ কিছুই হয় না। পাঁচ শতাধিক মানুষ দীর্ঘদিন ধরে এ ভোগান্তির শিকার হচ্ছেন।’
মালোপাড়ার আরেক বাসিন্দা সুমিতা রানী জাগো নিউজকে বলেন, ‘বর্ষা মৌসুমে আতঙ্কে থাকি। সামান্য বৃষ্টিতেই ঘরে পানি উঠে যায়। রান্নাবান্না, চলাফেরা সব অসম্ভব হয়ে পড়ে। এ সমস্যা দীর্ঘদিনের। তারপরও আমরা পরিত্রাণ পাচ্ছি না।’
Advertisement
এ বিষয়ে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) পারভীন বেগম বলেন, স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আমরা এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা নেবো।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, দুর্ভোগ নিরসনে আমরা দ্রুত ব্যবস্থা নেবো। পানি নিষ্কাশনের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে।
এন কে বি নয়ন/এসআর/জেআইএম
Advertisement